ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

হোটেল সুইট ড্রিমে অভিযান, বিপুল পরিমান মদ জব্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ০১:২৭ এএম

হোটেল সুইট ড্রিমে অভিযান, বিপুল পরিমান মদ জব্দ

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বনানীতে অবস্থিত অবস্থিত থ্রি স্টার হোটেল সুইট ড্রিমে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার মধ্যরাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর)-এর উপ-পরিচালক শামীম আহমেদ ও সহকারী পরিচালক রাহুল সেনের তত্ত্বাবধানে হোটেলটিতে অভিযান শুরু হয়।  

অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসি।

ডিএনসিসির ঢাকা মেট্রো (উত্তর) এর উপ-পরিচালক শামীম আহমেদ সাংবাদিকদের বলেন, বনানীর ‘সুইট ড্রিম’ হোটেল থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। অভিযান এখনো চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!