বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

কমবে তাপমাত্রা, বজ্রবৃষ্টির পূর্বাভাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০২:০৬ পিএম

কমবে তাপমাত্রা, বজ্রবৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত

সারাদেশের তাপমাত্রা কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে পূর্বাঞ্চলের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রোববার (২ মার্চ) আগামী ৭২ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যদিকে, দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া আগামী সোমবার (৩ মার্চ) এবং মঙ্গলবার (৪ মার্চ) সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকতে পারে, তবে তাপমাত্রা কিছুটা কমে যাবে। রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আরবি/এফআই

Link copied!