ঢাকা সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

কমবে গরম, স্বস্তি ফিরবে জনজীবনে

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০১:০৩ পিএম

কমবে গরম, স্বস্তি ফিরবে জনজীবনে

ছবি: সংগৃহীত

বৃষ্টি বেড়ে আগামীকাল মঙ্গলবার থেকে গরম কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, রোববার (২২ সেপ্টেম্বর) বিকালে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, এটি নিম্নচাপে রূপ নিতে পারে- এমন সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। তবে বৃষ্টি বাড়বে, দক্ষিণ এলাকায় আজকে শুরু হইছে; এরপর আস্তে আস্তে সারা দেশেই বিস্তার লাভ করবে।

রোববার (২২ সেপ্টেম্বর) সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এদিন ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, সিলেট, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছিল।

বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানানম, আজ দেশের দক্ষিণাঞ্চলের গরম কমবে আর আগামীকাল থেকে সারা দেশের গরমই কমে আসবে।

তিনি বলছেন, ‘বৃষ্টি নাই, সূর্যের কিরণ খাঁড়াভাবে পড়তেছে- এসব কারণেই গরম বেশি; বৃষ্টি বাড়লেই কমে আসবে।’

আরবি/জেআই

Link copied!