ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪

বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে আগামী বুধবার

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৩:০৪ পিএম

বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে আগামী বুধবার

আগামী বুধবার (২ অক্টোবর) দেখা যাবে এ বছরের শেষ সূর্যগ্রহণ। প্রতি বছর দুই থেকে পাঁচবার সূর্যগ্রহণ হয়ে থাকে। বলা হচ্ছে, ছয় ঘণ্টা পর্যন্ত স্থায়ী হবে এটি। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মূলত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে এই বছরের শেষ সূর্যগ্রহণ। বিশেষ করে, দক্ষিণ চিলি ও দক্ষিণ আর্জেন্টিনা থেকে এর দেখা মিলবে।

সূর্যগ্রহণের দিন চাঁদ তুলনামূলক ছোট দেখাবে। এর ফলে সূর্যের আলো ঢেকে যাবে এবং রিং অব ফায়ার তৈরি হবে। আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪৩ মিনিট ৬ সেকেন্ডের দিকে গ্রহণটি শুরু হবে এবং গ্রহণ শেষ হবে রাত ৩টা ১৬ মিনিট ৫৪ সেকেন্ডে।

প্রসঙ্গত, সূর্য, চাঁদ এবং পৃথিবী যখন একটি সরলরেখায় আসে তখন সূর্যগ্রহণ ঘটে। অর্থাৎ ঘুরতে ঘুরতে চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীতে পড়ে না, যাকে সূর্যগ্রহণ বলে।

আরবি/ এইচএম

Link copied!