ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৯:৩৭ এএম

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ছবি: সংগৃহীত

দূষণ বেড়েছে ঢাকার বাতাসে। বায়ুদূষণের সূচকে ঢাকার অবস্থান বিশ্বের ১২৫টি শহরের মধ্যে শীর্ষ পাঁচে রয়েছে।

বিশেষভাবে, আজ সকালে ঢাকার বায়ু মান সূচক (একিউআই) ছিল ৩০১, যা দূষণের উচ্চ মাত্রা নির্দেশ করে। এই সূচক ১০১-১৫০ এর মধ্যে থাকলে তা সংবেদনশীল মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

বিশ্বব্যাপী বায়ু দূষণের তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে রয়েছে- ভারতের দিল্লি, ভিয়েতনামের হ্যানয় এবং পাকিস্তানের লাহোর।

দূষণের প্রধান উৎস হচ্ছে অতিক্ষুদ্র বস্তুকণা, যা শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষভাবে, এই দূষণ শিশু, বয়স্ক ব্যক্তি এবং অসুস্থ মানুষদের জন্য অত্যন্ত বিপজ্জনক।

সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার বর্তমান বায়ু পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক এবং এটি সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্যও গুরুতর ক্ষতির কারণ হতে পারে।

আরবি/এফআই

Link copied!