বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার বাতাস আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) চতুর্থ স্থানে রয়েছে। বায়ু মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচক থেকে জানা গেছে, এদিন বেলা ১১টার দিকে ঢাকার বায়ু মান স্কোর ছিল ২২৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে। তবে সকাল ৯টার দিকে ঢাকার বায়ু মান ছিল ২৪৬।
আজ দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে বসনিয়ার সারায়েভো, যেখানে বায়ু মানের স্কোর ৪৭৮। অর্থাৎ সেখানে বায়ু ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যেখানে বায়ু মান স্কোর ২৮৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’। পাকিস্তানের করাচি ২৩২ স্কোর নিয়ে তৃতীয়, আর ঢাকা ২২৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে।
তালিকায় আরও রয়েছে, দিল্লি (২২৮), মুম্বাই, কাঠমাণ্ডু, লাহোর, সিউল এবং চীনের উহান।
প্রসঙ্গত, একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘দূর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে।
আপনার মতামত লিখুন :