প্রতি বছর শীতের তীব্রতা সাধারণত দেশের মানুষকে নাস্তানাবুদ করে, তবে এবারে তা ঘটেনি। এবার একেবারেই তীব্র শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে হয়নি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং তারা বলছেন, চলতি জানুয়ারিতেই এবার শীত বিদায় নিতে চলেছে।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী জলবায়ুর বিরূপ প্রভাব থেকে কোনভাবেই মুক্তি পাওয়া যাচ্ছে না। উন্নত দেশগুলো থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসের ক্ষতিকারক প্রভাব ছোট দেশগুলোর ওপর পড়ছে, আর এই প্রভাব বাংলাদেশেও পড়েছে। এর কারণেই শীতের ভরা মৌসুমে শীতের অভাব দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, আগামী কয়েকদিন শীত কম থাকবে, তবে পরবর্তীতে কিছুটা বাড়বে। জানুয়ারির শেষে শীত ফিরে আসলেও, তা দুই থেকে তিনদিন স্থায়ী হবে এবং পরে আবার কমে যাবে। শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, তবে তা কিছু জেলা পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)-এর প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন বলেন, এবারে শীত কম পড়ার কারণ হচ্ছে, এ বছরটা নিউট্রাল টু লানিনা এয়ারের দিকে চলে গেছে। লানিনা এয়ারের প্রভাবে শীত কম পড়ে। শীতকালে বাতাস ভূমি থেকে সাগরের দিকে যায়। কিন্তু ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স এই বাতাসের গতিপথে বাধা সৃষ্টি করছে, ফলে শীতকাল যথাযথভাবে কার্যকর হতে পারছে না।
আপনার মতামত লিখুন :