ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

বায়ুদূষণে আজও দ্বিতীয় ঢাকা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ১০:৩৫ এএম

বায়ুদূষণে আজও দ্বিতীয় ঢাকা

ফাইল ছবি

বায়ুদূষণে বিশ্বে আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বের ১২৪টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। 

শনিবার এ সময় দূষণে শীর্ষে ছিল ঢাকা। আজ আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ২১৮। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। গতকাল এ সময় বায়ুর মান ছিল ২৫৬।বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (২৩৫)। দ্বিতীয়তেই ঢাকা।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

ঢাকার সর্বোচ্চ দূষিত তিন এলাকার মধ্যে আজ আছে সাভারের হেমায়েতপুর (৩৬৪), কল্যাণপুর (৩৪২) ও ঢাকার মার্কিন দূতাবাস (২৯৬)। আজ অন্য বিভাগীয় শহরগুলোর বায়ুর মানও নাজুক। এর মধ্যে চট্টগ্রামে মান ১২০, রাজশাহী ১৫৬ ও খুলনা ১৫৫।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ২৮ গুণ বেশি।

রূপালী বাংলাদেশ

Link copied!