দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে রাতের তাপমাত্রা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০১:০৬ পিএম

দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে রাতের তাপমাত্রা

ছবি: রূপালী বাংলাদেশ

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার এবং বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী তিন দিন সারা দেশে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে, তবে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনাও রয়েছে।

আজ এবং আগামীকাল শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। শুক্রবার, শেষরাত থেকে ভোর পর্যন্ত দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাতের তাপমাত্রা সারা দেশে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। 

তবে আগামীকাল রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। এছাড়া বর্ধিত পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!