বায়ুদূষণের শীর্ষে করাচি, ঢাকার পরিস্থিতি কী?

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১০:০৭ এএম

বায়ুদূষণের শীর্ষে করাচি, ঢাকার পরিস্থিতি কী?

ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ সবার ওপরে রয়েছে পাকিস্তানের করাচি। বাতাসের মান সূচকে করাচির বায়ুর স্কোর ২২১। একই তালিকায় ঢাকার অবস্থান ১৫, স্কোর ১৪৮। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।

২১৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। ১৯৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। পাকিস্তানের আরেক শহর লাহোর রয়েছে চতুর্থ অবস্থানে, স্কোর ১৮৫। পঞ্চম অবস্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকাউ, স্কোর ১৭৭।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আরবি/এসআর

Link copied!