কেমন থাকবে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া?

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৯:০৯ এএম

কেমন থাকবে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া?

ছবি: সংগৃহীত

সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের প্রভাব পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় বিরাজমান। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ পরিস্থিতিতে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

এছাড়া, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

বর্ধিত পাঁচ দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরবি/এফআই

Link copied!