ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১২:০০ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা রয়েছে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সই করা ওই পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। তাই ৯ অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।