দিন ও রাতের তাপমাত্রা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০১:১২ পিএম

দিন ও রাতের তাপমাত্রা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

ছবি: সংগৃহীত

শীতের পারদ কমে রঙ বদলাতে শুরু করেছে দেশের আবহাওয়া। সেই ধারাবাহিকতায় আজ রাতের ও দিনের তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতের তাপমাত্রা কমবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিন দুপুরের পর থেকে দেশের আকাশে আংশিক মেঘলা থাকবে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শেষরাত থেকে ভোর পর্যন্ত নদী অববাহিকার কিছু কিছু স্থানে হালকা কুয়াশা পড়তে পারে।

এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী পাঁচদিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরবি/এফআই

Link copied!