জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বাড়ছে এবং এর প্রভাব অনুভূত হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও। শনিবার (১ মার্চ) এ শহরের বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ রয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, সকাল ১০টার দিকে বিশ্বের ১২৪টি শহরের মধ্যে ঢাকা ১৭৪ একিউআই স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এদিকে, দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষে রয়েছে চীনের বেইজিং (২৪৮) এবং তৃতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ (১৯৪)। চতুর্থ অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ (১৮২) এবং পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি (১৬৯) শহর।