আসছে তীব্র গরম, কালবৈশাখীর শঙ্কা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৯:৫৯ এএম

আসছে তীব্র গরম, কালবৈশাখীর শঙ্কা

ছবি: সংগৃহীত

চলতি মার্চের শেষের দিকে দুইটি তাপপ্রবাহের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ৭ মার্চের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এর সাথে শীলা বৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া পঞ্জিকা অনুযায়ী, ফেব্রুয়ারিতে শীত বিদায় নিলেও খুব বেশি ঠান্ডা অনুভূত হয়নি। ফেব্রুয়ারির তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং ওই মাসে বৃষ্টিও ছিল ৭৭ শতাংশ কম। ডিসেম্বরে ও জানুয়ারিতে তাপমাত্রা ছিল ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

মার্চে শুরু হয় প্রাকবর্ষা মৌসুম, যেখানে সর্বোচ্চ গড় তাপমাত্রা থাকে ৩১ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এবার মার্চে তাপমাত্রা বেশি থাকতে পারে এবং মাসের শেষে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘মার্চে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে। তীব্র কালবৈশাখী ঝড়েরও শঙ্কা রয়েছে। তবে এ মাসে স্বাভাবিকের চেয়ে বৃষ্টি কম হবে। আর মার্চে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই।’

আরবি/এফআই

Link copied!