চলতি সপ্তাহেই দেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শুক্রবার পর্যন্ত দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আবহাওয়াবিদদের মতে, আগামী শনিবার বা রবিবার থেকে সারা দেশে তাপমাত্রা আবার ধীরে ধীরে বাড়তে শুরু করবে, যা গরমের অনুভূতি আরও বাড়িয়ে তুলবে।
এর আগে, মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, চলতি মাসে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি থাকতে পারে এবং বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এছাড়া, মার্চ মাসে দু-তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।
গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে, যেখানে তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস।
আপনার মতামত লিখুন :