ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বাড়তে পারে তাপমাত্রা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৯:২০ এএম

ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বাড়তে পারে তাপমাত্রা

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার তাপমাত্রা আগের তুলনায় সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৯ মার্চ) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে। ফলে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। আর এই সময়ের মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আরও বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

অন্যদিকে, শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আজকের সারাদেশের আবহাওয়ার সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে সারাদেশেই গরমের অনুভূতি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আর চলতি সপ্তাহের শেষাংশে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আরবি/এসআর

Link copied!