ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৮:২২ এএম

ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ছবিঃ সংগৃহীত

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাবে ঢাকাসহ দেশের তিনটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে বাড়তে পারে সারা দেশে তাপমাত্রা।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লা অঞ্চলসহ ঢাকা ও সিলেট বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের বাকি অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

গতকাল রবিবার (৯ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে মঙ্গলবার (১১ মার্চ) থেকে বুধবার (১২ মার্চ) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শুরুর দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরবি/শিতি

Link copied!