ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

আবহাওয়া পূর্বাভাসঃ বাড়বে দিন ও রাতের তাপমাত্রা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১১:২২ এএম
ছবিঃ- সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দেওয়া পূর্বাভাসে জানানো হয়, ঢাকার আকাশে কিছু মেঘ দেখা যেতে পারে তবে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এছাড়া সারা দেশে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য জায়গায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (১৪ মার্চ) থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে তবে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আর রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।