কেমন থাকবে ছুটির দিনের আবহাওয়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৯:১৯ এএম

কেমন থাকবে ছুটির দিনের আবহাওয়া

ছবি: সংগৃহীত

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে প্রবাহিত মৃদু তাপপ্রবাহ আরও বৃদ্ধি পেতে পারে। আজ (শুক্রবার) সারাদেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে।

শুক্রবার (১৪ মার্চ) প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিলেট বিভাগের কিছু স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলায় চলমান তাপপ্রবাহ বাড়তে পারে। পাশাপাশি সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সিনপটিক অবস্থার বিশ্লেষণে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে, সাথে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
 

 

 

আরবি/শিতি

Link copied!