বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবনতির কারণে বায়ুদূষণের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। এর মধ্যে মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের শিকার হয়ে আসছে। শনিবার সকালেও ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।
সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার একিউআই (এয়ার কুয়ালিটি ইনডেক্স) স্কোর ছিল ১২৫, যা বিশ্বের দূষিত শহরের তালিকায় ১২তম অবস্থানে রয়েছে। একই সময়ে ১৭৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন (১৭১ স্কোর), তৃতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৬৪ স্কোর), চতুর্থ স্থানে নেপালের কাঠমান্ডু (১৬২ স্কোর) এবং পঞ্চম স্থানে থাইল্যান্ডের চিয়াং মাই (১৬১ স্কোর)।
একিউআই স্কোর অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে চিহ্নিত হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বায়ু হিসেবে গণ্য হয়, যা শহরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
বিশেষজ্ঞরা বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে ঢাকার বাসিন্দাদের শ্বাসকষ্ট, অ্যালার্জি এবং অন্যান্য শারীরিক সমস্যার ঝুঁকি আরও বাড়বে। শিশুরা, প্রবীণরা এবং শ্বাসকষ্টের রোগীরা বিশেষভাবে আক্রান্ত হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ঘরের মধ্যে অবস্থান করা, বাইরে কম সময় থাকা এই পরিস্থিতিতে জরুরি হয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :