ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ১২:৫৭ পিএম
প্রতীকি ছবি

আগামী ৩  দিন দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ মার্চ) এ বিষয়ে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

সংস্থাটি জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এই পরিস্থিতিতে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী বুধবার (২৬ মার্চ) এবং বৃহস্পতিবার (২৭ মার্চ) আবহাওয়া প্রায় একই ধরনের থাকবে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশে সারা দেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা তেমন পরিবর্তিত হবে না।

বর্ধিত ৫ দিনের মধ্যে উল্লেখযোগ্য কোনো আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই।