বেশ কয়েকদিন থেকেই তীব্র গরমে অতিষ্ট জনজীবন। গতকাল শনিবার (২৯ মার্চ) মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে চার বিভাগের ওপর দিয়ে। এছাড়া) তীব্র তাপপ্রবাহে পুড়েছে যশোর ও সিরাগঞ্জ জেলা। তবে এবার তাপমাত্রা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস বলেছে সারাদেশে তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হবে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমবে।
রোববার সকালে আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগ এবং বরিশাল, রাঙ্গামাটি, মৌলভীবাজার জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তাপপ্রবাহ প্রশমিত হবে।’
তবে দিনের তাপমাত্রা কিছুটা কম থাকলেও রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আফরোজা আরও বলেন, ‘সিলেটের দিকে মেঘ দেখা দিলে ঝড়ো বাতাসসহ হালকা বৃষ্টি হতে পারে। তবে ঈদের দিন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।’
এপ্রিলের প্রথম সপ্তাহে আবারও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে জানান এই আবহাওয়াবিদ।
উল্লেখ্য, শনিবার (২৯ মার্চ) যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা (৪১ ডিগ্রি) রেকর্ড করা হয়। এছাড়া এদিন ঢাকার তাপমাত্রা ছিলো ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
আপনার মতামত লিখুন :