এ মাসের শুরুতেই দেশের চারটি অঞ্চলে বেড়েই চলেছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রিতে যেতে পারে।
অথচ এরমধ্যেও দেশের উত্তরাঞ্চল পঞ্চগড় জেলায় এখনও শীতের আমেজ রয়ে গেছে।
বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জেলার তেঁতুলিয়ার দর্জিপাড়াসহ বেশ কিছু এলাকায় দেখা যায় কুয়াশা জড়ানো প্রকৃতি।
আকাশে দেখা গেছে কিছুটা মেঘের আভাস। চৈত্র প্রায় শেষ, আর এই সময়েও এমন কুয়াশা দেখে অবাক হচ্ছেন স্থানীয়রা।
জানা যায়, এদিন সকাল ৬টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা বলছেন, শীত শেষ হয়ে গেলেও এখানকার আবহাওয়া এখনও বেশ ঠাণ্ডা। দিনের বেলায় রোদে গরম লাগলেও রাতের বেলা শীতের অনুভূতি স্পষ্ট। কেউ কেউ এখনো গভীর রাতে লেপ-কম্বল গায়ে দিচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, সকালে মেঘলা আকাশ ও কুয়াশার কারণে তাপমাত্রা কমে যাচ্ছে, যা শীতের আমেজ ফিরিয়ে এনেছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এই ব্যতিক্রমী আবহাওয়া দেখা যাচ্ছে বলে তিনি মনে করছেন।ঙ্গে দেখা গেছে।
আপনার মতামত লিখুন :