রাজধানীসহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। দেশের অন্যান্য জেলাগুলোতেও তাপপ্রবাহের কাছাকাছি অবস্থান করছে। ফলে সারাদেশেই প্রচণ্ড গরমে জনজীবন হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে।
যদিও আবহাওয়া অফিস দিল আরও ‘দুঃসংবাদ’। আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামী ৫ দিন এই তাপমাত্রা কমার সম্ভাবনা কম। অর্থাৎ, এই পুরো সময় জুড়ে অতিরিক্ত গরম পৌঁহাতে হতে পারে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষরিত আবহাওয়া পূর্বাভাস বলছে, ঢাকাসহ বর্তমানে ১৫টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
তাপপ্রবাহ বয়ে যাওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে- টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, লক্ষীপুর, যশোর ও চুয়াডাঙ্গা।
পূর্বাভাস আরও বলছে, আগামীকাল শুক্রবারও (৪ এপ্রিল) সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরদিন শনিবার (৫ এপ্রিল) সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে রাতে আবার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আগামী রোববারও (৬ এপ্রিল) সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী সোমবারও (৭ এপ্রিল) সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অর্থাৎ, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এই কয়দিন তাপপ্রবাহ বিরাজ করতে পারে। ফলে সারাদেশে গরমও থাকবে অতিরিক্ত।
তবে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বর্ধিত ৫ দিনের শেষের দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে। এতে তাপমাত্রা কমে আসতে পারে। ফলে গরমও কমার সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন :