ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

রাজধানীতে বাড়েছে বায়ুদূষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৩:০২ পিএম

রাজধানীতে বাড়েছে বায়ুদূষণ

ছবি, সংগৃহীত

শীতের শুষ্ক আবহাওয়াতে রাজধানীতে বাড়ছে বায়ুদূষণ। এ বছর শুষ্ক মৌসুম শুরুর সাথে সাথেই রাজধানীবাসী মুখোমুখি ধুলোর রাজ্যে। গাড়ির ধোঁয়াসহ কলকারখানার ধোঁয়ার বিষাক্ত সীসায় দূষিত হচ্ছে বাতাস। দূষিত এই বাতাস গ্রহণ করেই বেঁচে আছে নগরবাসী।

এবছর নভেম্বর মাসে বায়ুদূষণ ছিল ৮ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। শীত বৃদ্ধির পাওয়ার সাথে-সাথেই দূষণ আরও তীব্র হওয়ার শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা।

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) গবেষণায় বলা হচ্ছে, এই বছর নভেম্বর মাসে ঢাকাবাসী একদিনও স্বাস্থ্যকর বায়ুতে নিশ্বাস নিতে পারেনি। চলতি বছর নভেম্বর মাসে মাত্র এক দিনের বায়ুমান ছিল মধ্যম প্রকৃতির। চার দিন ছিল সতর্কতামূলক। বার দিন ছিল অস্বাস্থ্যকর এবং তের দিন ছিল খুব অস্বাস্থ্যকর।

আরবি/এস

Link copied!