ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

কুয়াশায় ঢাকবে দেশ!

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০১:৩৬ পিএম

কুয়াশায় ঢাকবে দেশ!

ফাইল ছবি

আবারও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে দেশে শৈত্যপ্রবাহ পড়তে পারে। এসময় থেকে দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৯টায় যশোরে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘আগামী বৃহস্পতিবার থেকে মৃদু হতে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।’ এ সময় তাপমাত্রা কমে তীব্র শীত অনুভূত হবে বলে জানান তিনি।

সোমবার দিবাগত মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে। 

আরবি/জেআই

Link copied!