বিশ্বের ১২৩টি শহরের মধ্যে বায়ু দূষণের শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রোববার (৫ জানুয়ারি) সকালে আইকিউএয়ারের সূচকে ঢাকার বাতাসের মান ছিল ২৫২। যেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
জানা গেছে, এদিন সকালে ঢাকার বায়ুর মান ছিল ৪৫২। যদিও পরবর্তীতে তা আরও বাড়ে। তবে গেলদিন ঢাকার সবচেয়ে দূষিত ১০টি স্থানের প্রতিটির মানই দুর্যোগপূর্ণ ছিল।
বায়ুমানের সূচকে দেখা যায়, গত ডিসেম্বর মাসের এক দিনও নির্মল বায়ু পায়নি ঢাকাবাসী। দূষণ নিয়ে গবেষণাকারী ‘ক্যাপস’র এক জরিপে দেখা গেছে, গত ৯ বছরের মধ্যে গেল ডিসেম্বরে বায়ুদূষণের মাত্রা ছিল সর্বোচ্চ।
আপনার মতামত লিখুন :