ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

বিশ্বে বায়ূদূষণের তালিকায় আজ পঞ্চম ‘ঢাকা’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ১২:০৮ পিএম

বিশ্বে বায়ূদূষণের তালিকায় আজ পঞ্চম ‘ঢাকা’

ছবি: সংগৃহীত

আজ বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা পঞ্চম অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল থেকেই ঢাকা শহরের বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে, যার স্কোর ১৮৬।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই তথ্য জানা গেছে। এই প্রতিষ্ঠান বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণ করে থাকে।

এ তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২৮৭, ফলে সেখানে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’। দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর রয়েছে, যার স্কোর ২০২। তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, যার স্কোর ১৯০, আর বাহরাইনের মানামাশহর ১৮৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।

একিউআই স্কোর অনুযায়ী, ০ থেকে ৫০ পর্যন্ত স্কোরকে ‘ভালো’ হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়, আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলা হয়, আর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।

আরবি/এফআই

Link copied!