ঢাকা মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

দেশেরে ৯ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০২:৫২ পিএম

দেশেরে ৯ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

দেশের ৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরবি/জেআই

Link copied!