ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

শীতের প্রকোপের মধ্যেই ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৩:০৩ পিএম

শীতের প্রকোপের মধ্যেই ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি

টানা ঘন কুয়াশা ও তীব্র শীতের পর শনিবার (৪ জানুয়ারি) থেকে সারা দেশে দেখা মিলেছে রোদের। আগামী দুদিন টানা দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে সারাদেশে শীত কিছুটা কমলেও প্রকোপ থাকবে। তবে এর পরদিন দেশের তিন বিভাগে শীতের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

রোববার (৫ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ও আগামীকাল (সোমবার) সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে মঙ্গলবার (৭ জানুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। দেশের পূর্ব বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

আগামীকাল সকালেও প্রায় একই আবহাওয়া বিরাজ করতে পারে। তবে পরদিন মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে-এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

অন্যদিকে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় রাত এবং দিনের তাপমাত্রা কমে যেতে পারে বলেও জানানো হয়েছে।

আরবি/এইচএম

Link copied!