ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

পঞ্চগড়ে ফের তীব্র শীত, তাপমাত্রা ৭ ডিগ্রিতে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৯:৩৩ এএম

পঞ্চগড়ে ফের তীব্র শীত, তাপমাত্রা ৭ ডিগ্রিতে

ছবি: সংগৃহীত

মাঘ মাসের শুরুতে উত্তরের জেলা পঞ্চগড়ে আবারও তীব্র শীত অনুভূত হচ্ছে। দ্বিতীয় দফার মতো মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এই জেলাটির ওপর দিয়ে। রোববার (১৯ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ বৃহস্পতিবার পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ ছিল, যেখানে তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। এর আগেও ১০ জানুয়ারি, চলতি শীত মৌসুমের প্রথম দফায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায় এবং তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, পঞ্চগড়ে বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে, যার ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ সকালে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যার ফলে জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।

এদিকে, শীতের তীব্রতা বাড়ায় স্থানীয় হাসপাতালগুলোতে প্রতিদিন শীতজনিত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসার জন্য আসা অধিকাংশ রোগী শিশু ও বৃদ্ধ।

আরবি/এফআই

Link copied!