ঢাকা: বরিশাল-নোয়াখালীসহ দেশের ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।
পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি ও কুমিল্লা অঞ্চলে ৪৫-৬০ কিলোমিটার গতিতে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এছাড়া এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক করতে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :