ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
পেরুতে তুষারধস

২২ বছর আগের সংরক্ষিত মরদেহ উদ্ধার

রূপালী বিশ্ব

প্রকাশিত: জুলাই ১১, ২০২৪, ০১:৩৬ এএম

২২ বছর আগের সংরক্ষিত মরদেহ উদ্ধার

মার্কিন পর্বতারোহী উইলিয়াম স্ট্যাম্ফলের দেহাবশেষের চারপাশে পেরুর মাউন্টেন পুলিশ এবং মাউন্টের উদ্ধারকর্মীরা। ছবিটি তোলার নির্দিষ্ট তারিখ জানা যায়নি। ছবি: পুলিশিয়া ন্যাশনাল পেরু (পিএনপি)/হ্যান্ডআউট

২২ বছর আগের ঘটনা। পেরুতে একটি তুষারাবৃত পর্বতশিখরে আরোহণ করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। বৈশ্বিক উষ্ণায়ন বাড়ায় বরফ গলে গিয়ে তার সংরক্ষিত মরদেহ এবার খুঁজে পাওয়া গেল।

মার্কিন পর্বতারোহী উইলিয়াম স্ট্যাম্ফল ২০০২ সালের জুনে ৫৯ বছর বয়সে নিখোঁজ হন। প্রায় ২২ হাজার ফুট উঁচু হুয়াস্কারান পর্বত চড়তে গিয়ে তিনি ও তার অভিযাত্রী দল তুষারধসের মুখে পড়েছিলেন।

জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে গেছে। এতে বিশ্বজুড়ে হিমবাহগুলো ক্রমশ গলে যাচ্ছে। এর ফলে বরফের তলায় কয়েক দশক আগে হারিয়ে যাওয়া অনেক পর্বতারোহী, হাইকারের মরদেহ নতুন করে উদ্ধার হচ্ছে।

স্ট্যাম্ফলের সঙ্গে ওই যাত্রায় বন্ধু ম্যাথিউ রিচার্ডসন ও স্টিভ আর্স্কাইন তার সঙ্গী ছিলেন। তুষারপাতের পরপরই আর্স্কাইনের মৃতদেহ পাওয়া যায়। কিন্তু রিচার্ডসনের লাশের হদিশ এখনও মেলেনি।

পেরুর পুলিশ বলেছে, উইলিয়াম স্ট্যাম্ফলের দেহাবশেষ আন্দিজের কর্ডিলেরা ব্লাঙ্কা পর্বতমালার বরফ গলার পর বের হয়ে এসেছে।

তার মরদেহের পাশাপাশি জামাকাপড়, হার্নেস ও বুটজোড়াও বরফের মধ্যে সংরক্ষিত ছিল। পুলিশ এগুলোর ছবি প্রকাশ করেছে।

স্ট্যাম্ফলের জিনিসপত্রের সঙ্গে পাওয়া পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স থেকে পুলিশ তার লাশ শনাক্ত করেছে। ড্রাইভিং লাইসেন্সের তথ্য থেকে জানা গেছে, তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ছিলেন।

গত সপ্তাহের শেষ দিকে গাইড ও পুলিশ কর্মকর্তারা স্ট্যাম্ফলের মরদেহ পাহাড় থেকে নামিয়ে হুয়ারাজ শহরের একটি মর্গে রাখেন।

উত্তর-পূর্ব পেরুর পর্বতমালায় হুয়াস্কারান এবং ক্যাশানের মতো তুষারময় শৃঙ্গ রয়েছে। এগুলো সারাবিশ্বের পর্বতারোহীদের কাছে প্রিয় জায়গা।

এর আগে নিখোঁজ হওয়ার প্রায় এক মাস পর মে মাসে এ এলাকায় একজন ইসরায়েলি হাইকারের লাশ উদ্ধার করা হয়।

আর গত মাসে একজন অভিজ্ঞ ইতালীয় পর্বতারোহী আন্দিজ পর্বতমালার আরেকটি চূড়া অতিক্রম করার সময় পড়ে গিয়ে নিহত হন। পরে তার লাশ পাওয়া গিয়েছিল।

জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে হিমবাহগুলো ক্রমশ গলে যাচ্ছে। এর ফলে বরফের তলায় কয়েক দশক আগে হারিয়ে যাওয়া অনেক পর্বতারোহী, হাইকারের মরদেহ নতুন করে উদ্ধার হচ্ছে।

এ বছরের জুন মাসে মাউন্ট এভারেস্ট থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একটির কেবল কঙ্কাল অবশিষ্ট ছিল।

১৯৮৬ সালে নিখোঁজ হওয়া একজন জার্মান পর্বতারোহীর দেহাবশেষ সুইস আল্পসের একটি হিমবাহ থেকে গত বছর উদ্ধার করা হয়েছিল।

Link copied!