ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

এখনই প্রয়োজন পাটের তৈরি শপিংব্যাগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৪:২৫ পিএম

এখনই প্রয়োজন পাটের তৈরি শপিংব্যাগ

ছবি: রুপালী বাংলাদেশ

পলিথিনের ব্যবহার অধিকাংশ ক্ষেত্রে পরিবেশসম্মত নয় এবং ক্ষতিকারক। অপচনশীল এই পদার্থটি এত ক্ষতির পরও শিক্ষিত, নিরক্ষর প্রতিটি মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় ও অপরিহার্য হয়ে পড়েছে। যে কোনো ছোট-বড় কেনাকাটার জন্য মানুষ এখন পলিথিনের শপিংব্যাগের বিকল্প কিছুই ভাবতে পারে না। গ্রাম বা শহরের সবকটি দোকান ও বিপণিবিতানে এর বিকল্প তেমন দেখা যায় না। গ্রামের হাট-বাজার ও দোকানেও এর বিকল্প কিছুই মেলে না। এটা যেন মানুষের জীবনের একটা অংশ হয়ে গেছে।

আমরা যখন ছোট ছিলাম, বাপ-চাচাদের সঙ্গে গ্রামের হাট-বাজারে যেতে হতো বেতের তৈরি ধামা বা ঝুড়ি আর বাঁশের তৈরি খালুই হাতে। ধামা বা ঝুড়িতে তরিতরকারি আর খালুই ব্যবহার করা হতো মাছ কেনার জন্য। বিশিষ্ট ভদ্রলোকদের কেউ আবার চটের থলে ব্যবহার করতেন যারা সংখ্যায় ছিলেন একেবারেই নগণ্য। বাজার শেষে বাড়ি ফেরার পর ওইসব ধামা, ঝুড়ি, খালুই বা চটের থলে পানিতে ধুয়ে নিতে হতো পরবর্তীতে ব্যবহারের জন্য। এসব কারণে কিছুটা হলেও পাটের কদরও ছিল। কিন্তু দিনবদলের সঙ্গে সঙ্গে মানুষের রুচির পরিবর্তন ও বহির্বিশ্বের আবিষ্কার ও প্রযুক্তির কারণে বাজারের কাজে ব্যবহৃত থলে আর ধামা-ঝুড়ির চাহিদা কমেছে, স্থান করে নিয়েছে পলিথিনের শপিংব্যাগ ও অনুরূপ পণ্য।

এটাকে আবার আমরা আধুনিকতাও বলে থাকি। বিষয়টি যাই হোক না কেন, মানুষ এসব ক্ষতিকর পণ্যে বেশি অভ্যস্ত হয়ে গেছে। তাই এসব থেকে সরতে কিছুটা সময় লাগবে। তবে তার আগের কথা হলো, বাজারের শপিংব্যাগের বিকল্প হিসেবে চটের তৈরি ব্যাগ বা সমজাতীয় উৎপাদন ও প্রচলন করার আগে বর্তমানে প্রচলিত এসব পণ্য একেবারে বর্জন আইনসিদ্ধ হলেও অনেক ক্ষেত্রেই গ্রহণযোগ্য হচ্ছে না।  

সরকার অতি সাধারণ বা ব্যাপকভাবে ব্যহারের জন্য কমদামে পাটের তৈরি শপিং ব্যাগ উৎপাদন করে তা বাজারে ছাড়লে বা প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে উদ্যোক্তাদের উৎসাহিত করলে, তা যেমন একদিকে পরিবেশের জন্য সহায়ক হবে। দেশের অন্যতম কৃষিপণ্য যা বাংলাদেশের সোনালি আঁশ বলে একসময় বিশ্বময় খ্যাতি অর্জন করেছিল, তার সমাদরও বাড়বে। এতে পাটের দামও ভালো পাবেন চাষিরা। দেশ, পরিবেশ, প্রকৃতি, সর্বসাধারণের সুবিধা সর্বোপরি পাটচাষিদের স্বার্থে সরকার দ্রুত ব্যবস্থা নেবে। সর্বোপরি, বিকল্প কোনো ব্যবস্থা না করেই পলিথিনের শপিংব্যাগ উৎপাদন ও ব্যবহার বন্ধ ঘোষণা একদিকে যেমন সাধারণ ক্রেতাদের বিপাকে ফেলবে, তেমনি ব্যবসায়ীরা, বিশেষ করে খুচরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।  

অনুলিখন : দেলোয়ার কবির, ঝিনাইদহ প্রতিনিধি


 

আরবি/জেআই

Link copied!