‘আবাসন নিউজ পোর্টালের নামে অভিনব প্রতারণা’ শিরোনামে শনিবার (২৬ এপ্রিল) একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে রূপালী বাংলাদেশ।
ওই প্রতিবেদনে ভুঁইফোঁড় অনলাইন নিউজ পোর্টালটির সম্পর্কে নানা অপকর্মের তথ্য উঠে এসেছে।
অথচ, সে সব অপকর্মের ব্যাপারে কোন যুক্তি না দিয়েই প্রতিবাদ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেছে নিবন্ধনহীন ভুয়া নিউজ পোর্টালটি।
প্রতিবাদে ভুয়া প্রতিষ্ঠানটি বলছে, রূপালী বাংলাদেশের প্রকাশিত প্রতিবেদনে যে সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মিলিত নয়।
অথচ তাদের প্রতিবাদে, রূপালী বাংলাদেশের প্রকাশিত সংবাদে উঠে আসা পোর্টালটির ওয়েবসাইটে দেওয়া অফিসের ঠিকানার অস্তিত্ব না পাওয়া এবং মোবাইল নাম্বার বন্ধ থাকার বিষয়ে কিছু বলা হয়নি।
রূপালী বাংলাদেশের প্রতিবেদনে উঠে আসে যে পোর্টালটি অসাধু লোকজন বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে মিথ্যা সংবাদ করার কথা বলে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে।
তাদের দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও বানোয়াট গল্প সাজিয়ে প্রকাশ করছে।
এ সংক্রান্ত নানা তথ্যপ্রমাণ রূপালী বাংলাদেশের কাছে রয়েছে।
কিন্তু সেটির ব্যাপারে কোন ব্যাখ্যা না দিয়ে প্রতিবাদ জানিয়েছে ভুঁইফোঁড় ওই অনলাইন নিউজ পোর্টালটি।
এছাড়াও দেশের স্বনামধন্য বেশকিছু শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানে জোরপূর্বক অনৈতিকভাবে মোটা অঙ্কের টাকার বিজ্ঞাপন দাবি করে আসছে, সেই তথ্য উঠে এসেছে রূপালী বাংলাদেশের অনুসন্ধানী প্রতিবেদনে।
শুধু মোটা অঙ্কের টাকার বিজ্ঞাপন দাবিই নয়, টাকা না পেয়ে ক্ষোভে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করার বিষয়টিও উঠে এসেছে রূপালী বাংলাদেশের ওই প্রতিবেদনে।
অথচ, ভুঁইফোঁড় ওই অনলাইন নিউজ পোর্টালটির গোঁজামিলের প্রতিবাদে সেসব ব্যাপারে কোন ব্যাখ্যা নেই।
রূপালী বাংলাদেশের অনুসন্ধানী প্রতিবেদনে এও উঠে এসেছে যে, অনলাইন নিউজ পোর্টালটির অসাধু লোকজন যখন যেখানে ইচ্ছে হানা দিচ্ছে। যাতে বাদ যাচ্ছে না সাধারণ মানুষও। তাদের ব্ল্যাকমেইল করে ভয়ভীতি দেখিয়ে প্রয়োজনমত আদায় করে নেয় অর্থ।
অথচ প্রতিবাদে এসব বিষয় এড়িয়ে গেছে ভুঁইফোঁড় আবাসন নিউজ।
আপনার মতামত লিখুন :