ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

চাষী নজরুল ইসলামের জন্মদিন আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৮:৫৩ পিএম

চাষী নজরুল ইসলামের জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

প্রখ্যাত বাঙালি চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের জন্মদিন আজ। তিনি ১৯৪১ সালের ২৩ অক্টোবর বিক্রমপুরের শ্রীনগর থানার সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে সৈয়দ মোহাম্মদ আওয়ালের হাত ধরে চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ পরিচালক-নির্মাতা চাষী নজরুলের।

পরবর্তী সময়ে খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ফতেহ লোহানী এবং প্রখ্যাত সাংবাদিক, চলচ্চিত্রকার ওবায়েদ-উল-হকের সহকারী হিসেবে তিনি চলচ্চিত্রে কাজ করেন। স্বাধীন বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ নির্মাণের মাধ্যমে ১৯৭২ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির চারবার নির্বাচিত সভাপতি ছিলেন চাষী নজরুল ইসলাম। দেশে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধভিত্তিক ও সাহিত্যনির্ভর চলচ্চিত্র নির্মিত হয় তার হাতে। মুক্তিযুদ্ধের ছবিগুলোর মধ্যে রয়েছে—ওরা ১১ জন, সংগ্রাম, হাঙর নদী গ্রেনেড, মেঘের পরে মেঘ ইত্যাদি। 

সাহিত্যনির্ভর চলচ্চিত্রগুলো হলো—দেবদাস, শুভদা, চন্দ্রনাথ, রবিঠাকুরের সুভা, শাস্তি, বঙ্কিমচন্দ্রের ‘বৃষবৃক্ষ’ উপন্যাস অবলম্বনে বিরহ ব্যথা, মরমি শিল্পী হাছন রাজাকে নিয়ে ‘হাছন রাজা’ ইত্যাদি। দেশের তিন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে নির্মাণ করেছেন জীবনীভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র—মওলানা ভাসানী, শেরেবাংলা এবং দেশ-জাতি-জিয়াউর রহমান। ২০১৫ সালের ১১ জানুয়ারি মারা যান তিনি।

আরবি/এফআই

Link copied!