সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯৬তম জন্মদিন আজ। তার জন্মদিন উপলক্ষে আজকের দিনটিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জাপা। কোরআনখানি ও মিলাদ মাহফিলসহ নানা আয়োজনের মাধ্যমে দলটি তার স্মৃতিকে সম্মান জানাবে।
১৯৩০ সালের ২০ মার্চ ভারতের কুচবিহারের দিনহাটিতে জন্মগ্রহণ করেন এইচ এম এরশাদ। আর ২০১৯ সালের ১৪ জুলাই মৃত্যুবরণ করেন তিনি।
এরশাদের জন্মদিনে আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের চত্বরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাপার নেতারা। এ ছাড়াও, কাকরাইল কার্যালয়ে কোরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সেই সঙ্গে রাজধানীর বনানীতে অবস্থিত জাপা চেয়ারম্যানের কার্যালয়ে মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে।