ঢাকা: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা ও আহতদের খোঁজ-খবর নিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’ সেলের একটি প্রতিনিধি দল।
প্রসঙ্গত, সারাদেশে শহীদ পরিবারের সাথে সমবেদনা জানানোর পাশাপাশি ঢাকার বিভিন্ন হাসপাতালসহ আহতদের বাসায় গিয়ে খোঁজ ও আর্থিক সহায়তা দিচ্ছে সংগঠনটি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপতালের গত ৫ আগষ্ট পুলিশের গুলিতে আহত আইসিইউতে চিকিৎসাধীন আতিকুল ইসলাম জীবন (শ্রমিক) ও ছাত্রনেতা সাইমন আকন্দ লিমনের চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মিথুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি শারিফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মিনার হোসেন ও জহীর প্রমুখ।