ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

বিতর্কিত ভূমিকা সমন্বয়কদের অর্জনকে ম্লান করেছে: আবু হানিফ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৮:৩১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বিতর্কিত ভূমিকা সমন্বয়কদের অর্জনকে ম্লান করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

করিমগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। 

করিমগঞ্জ কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে করিমগঞ্জ মধ্যবাজার ঘুরে উপজেলা ডাক বিভাগের অফিসের সামনে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবু হানিফ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সমন্বয়করা। কিন্তু ৫ আগস্টের পর তারা বিভিন্ন জায়গায় তদবির, টেন্ডার বাণিজ্যসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সেই অর্জনকে ম্লান করেছে।’

গণঅধিকারের এই নেতা বলেন, ‘তানভীর নামে এক সমন্বয়ক সচিবালয়ে ডিসি নিয়োগের বিতর্কে জড়ান। ওই তানভীর আবার এনসিটিবির ৪০০ কোটি টাকার দুর্নীতির সঙ্গেও সম্পৃক্ত। তিনি এনসিপির নেতা হলেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরকারের উচিত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা। এতে অনেক রাঘববোয়ালের নাম প্রকাশ পাবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনে আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশে গণহত্যা চালিয়েছে। অথচ সরকারের পক্ষ থেকে বিচার কার্যক্রমে অনীহা দেখা যাচ্ছে। সরকারের উচিত এই গণহত্যার সুষ্ঠু বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, ‘যারা তাদের (আওয়ামী লীগ) পুনর্বাসনের চেষ্টা করবে, তাদেরও রুখে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হওয়া উচিত গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কারণ সুযোগ পেলে আওয়ামী লীগ ভবিষ্যতে আরও ভয়ংকর গণহত্যা চালাতে পারে। তাই দেশবাসীকে সজাগ থাকতে হবে।’

কিশোরগঞ্জের কৃষি প্রসঙ্গ নিয়ে হানিফ বলেন, ‘কিশোরগঞ্জ বাংলাদেশে অন্যতম কৃষিপ্রধান জেলা। এখানের বেশির ভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত, বিশেষ করে হাওর এলাকায়।’

‘বর্তমানে ধানের মৌসুম চলছে, কিন্তু কৃষকরা ন্যায্য মূল্য না পেয়ে হতাশ। উৎপাদন খরচের তুলনায় ধানের মূল্য কম, ফলে লোকসানের আশঙ্কা রয়েছে। সরকারের উচিত সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে ন্যায্য মূল্য নিশ্চিত করা। সিন্ডিকেট যাতে লাভবান না হতে পারে, সে দিকেও নজর দেওয়া।’

করিমগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা আহ্বায়ক অধ্যক্ষ সামসুল আলম।

সঞ্চালনা করেন, জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম।