ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৮:৫৪ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশে যেকোনো মূল্যে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় অনলাইনে যুক্ত হয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলা বিএনপির কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বিএনপি ও দলের প্রতিটি নেতা-কর্মী প্রতিজ্ঞাবদ্ধ—বাংলাদেশে যেকোনো মূল্যে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এর মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘১৫ বছর ধরে আমরা রাজপথে যে সংগ্রাম চালিয়ে যাচ্ছি, তা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এ পথচলায় আমাদের বহু নেতা-কর্মী গুম-খুনের শিকার হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন। এ আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।’

জুলাই-আগস্টের আন্দোলনে শিশু হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘পৃথিবীর কোনো দেশে যুদ্ধ না হলে শিশু হত্যা হয় না। কিন্তু ওই সময় পলাতক স্বৈরাচারের দমননীতির কারণে প্রায় ১০০ শিশু হত্যা করা হয়েছে। তারা কোনো অপরাধ করেনি—তাদের একমাত্র অপরাধ ছিল গণতন্ত্রের প্রতি আকাঙ্ক্ষা।’

সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘বিএনপিতে সংস্কার শুরু হয়েছে শহীদ জিয়ার সময় থেকেই। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি এবং তা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়েছি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া।’

তিনি জানান, ৩১ দফা ঘোষণার পর বিএনপি শুধু থেমে থাকেনি, মানুষের কাছে তা তুলে ধরছে। কর্মশালায় স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়নসহ নানা বিষয়ে মানুষের আগ্রহ দেখা গেছে। দেশের ৭০ ভাগ ভালো কাজ বিএনপির আমলে হয়েছে, জনগণ জানে দেশের মঙ্গল বিএনপিই করতে পারবে।’

জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে তারেক বলেন, ‘একটি মহলের চাওয়া আর জনগণের চাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। আমরা চাই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে। গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হলে সব কিছু থেমে যায়।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। নারীদের জন্য ফ্রি শিক্ষা চালু ও সংরক্ষিত আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা হবে। এসব পদক্ষেপ নেওয়া হবে খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায়।’

বিএনপির বিরুদ্ধে চলমান প্রচার-প্রচারণা সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, ‘বিএনপির বিরুদ্ধে একটি অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে এবং আরও কিছু প্রতিপক্ষ তাদের সঙ্গে যোগ দিচ্ছে। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে তা মোকাবিলা করতে হবে।’

কর্মশালায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ ও দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল প্রমুখ।