ফ্যাসিবাদ নির্মূলে গণঅধিকার পরিষদ প্রতিরোধ শুরু করেছে বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, এই ফ্যাসিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।
শুক্রবার (২৫ এপ্রিল) মোহাম্মদপুরে জুলাই-আগস্টের গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত গণসমাবেশ তিনি এ কথা বলেন।
নূর বলেন, ‘গণ-অভ্যুত্থানের ৮ মাসেও গণহত্যার বিচার ও গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো নিজদের সুযোগ-সুবিধা নিশ্চিত ও আদিপত্য কায়েমে ব্যস্ত হয়ে গেছে। যে কারণে আওয়ামী ফ্যাসিবাদীরা রাজপথে নেমে হুংকার দিচ্ছে।’
তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের পর দলগুলো নিজেদের সমীকরণ মেলাতে ব্যস্ত হয়ে পড়েছে। ফলে অভ্যুত্থানের ৮ মাস পার হলেও নিরীহ ছাত্র-জনতার ওপর যারা হামলা-গুলি চালিয়েছে, তাদের বিচার করা সম্ভব হয়নি।’
প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘প্রশাসন আগের মতো দলবাজি শুরু করছে। ২/১ টি দলের সঙ্গে সখ্য গড়ে কাজ চালাতে চাচ্ছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা দলবাজি করবে তাদের পরিণতি হারুন-বেনজিরদের মতো হবে।’
নুরুল হক বলেন, ‘সড়ক-পরিবহন, কল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন এলাকায় চাঁদাবাজি-দখলবাজি চলছে। কিশোর গ্যাং, মাদকব্যবসায়ীসহ অপরাধীদের রাজনৈতিক নেতারা শেল্টার দিচ্ছে; জনগণ এগুলো পছন্দ করছে না। এদের বিরুদ্ধে জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম, অধিকার আদায়ে সাধারণ শ্রমজীবী মানুষ, কৃষক-শ্রমিক জীবন দেয় আর সুযোগ-সুবিধা ভোগ করে ভাওতাবাজ ও ভণ্ড নেতারা, উপর তলার কিছু লোকেরা।’
‘স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট রাষ্ট্রের সংস্কার করে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। ফ্যাসিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত গণঅধিকার পরিষদ ঘরে ফিরবে না।’
গণ-অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলসমূহকে আওয়ামী লীগ প্রশ্নে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তিনি।
এ নেতা বলেন, ‘জুলাইয়ের বীর-জনতাকে আরেকটু ধাক্কা দিয়ে ফ্যাসিবাদ নির্মূল করতে হবে।’
নুরুল হক আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে আহতের সুচিকিৎসা ও ক্ষতি পূরণ নিয়েও রাজনীতি চলছে, যা মোটেও কাম্য নয়। বর্তামানে রাজনৈতিক ঐক্য গড়ে তুলে দেশের সংস্কার প্রয়োজন বলেই সরকারের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ কোনো জোরালো বক্তব্য দেয়নি। আহতদের সুচিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের ক্ষতি পূরণ না দিয়ে নিজেদের ইচ্ছামতো রাষ্ট্র পরিচালনা করলে মেনে নেয়া হবে না।’
আপনার মতামত লিখুন :