দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে বিএনপি।
এ বিষয়ে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ বলেছেন, ‘কেন দিয়েছেন তা তারা (বিএনপি) জানেন।’
লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ নিয়মিত ঢাকার একটি গণমাধ্যমে কলাম লিখেন। ‘সংস্কার নিয়ে সবক ও শঙ্কা’ শিরোনামে শুক্রবার (২৫ এপ্রিল) ওই গণমাধ্যমে তার একটি কলাম প্রকাশিত হয়েছে।
ভেটোর বিষয়ে ওই কলামে মহিউদ্দিন লিখেন, ‘আমরাও বুঝি। কিন্তু মুখে তারা (বিএনপি) এটি বলবেন না।’
‘সদ্য সাবেক প্রধানমন্ত্রীর গলায় প্রায়ই শুনতাম, রাজনৈতিক ধারাবাহিকতা না থাকলে দেশে নাকি স্থিতিশীলতা আসে না, উন্নয়ন হয় না। এর অর্থ হলো, তিনিই ক্ষমতায় থাকবেন ধারাবাহিকভাবে। তার অনুচর আর চাটুকারেরা বলাবলি করত, দেশে যত উন্নয়ন হচ্ছে, এসবই তার অবদান।’
বিএনপি এক ব্যক্তিকে সামনে রেখেই এসব প্রস্তাবে ভেটো দিয়েছে বলে তার মনে হয় বলেও লিখেন মহিউদ্দিন।
তিনি আরও বলেন, ‘দলনেতা, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী যদি তিনজন আলাদা ব্যক্তি হন, তাহলে বিএনপির সমস্যা কী?’
‘অসুবিধা একটা আছে। হয় দলের সর্বময় কর্তৃত্বের মালিকের এই ইচ্ছা, অথবা এটি এমন একটি দল, যেখানে ন্যূনতম তিনজন নেতা নেই, যারা এই তিনটি দায়িত্বে থাকতে পারেন।’
‘কেন একই ব্যক্তিকে দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে হবে? দেশে আর যোগ্য লোক নেই? হ্যাঁ, বলতে পারেন, অন্যান্য সংসদীয় গণতন্ত্রের দেশে তো প্রধানমন্ত্রিত্বের মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া নেই। অকাট্য যুক্তি।’
কলামে মহিউদ্দিন আরও লিখেন, ‘বিএনপির সামনে একটা বড় সুযোগ এসেছে নিজেকে বদলানোর, দেশকে বদলে দেওয়ার। আশা করি, দলটি এ সুযোগ হাতছাড়া করবে না।’