ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি চাইলেন সারজিস

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ১১:৩৪ এএম
সারজিস আলম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ধর্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করেছেন । তিনি বলেছেন, ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি কার্যকর করতে হবে এবং এই শাস্তির ভিডিও ফুটেজ মানুষের সামনে দেখানো উচিত।

সারজিস আলমের মতে, বর্তমানে সমাজে নৃশংস ঘটনা বারবার ঘটছে কারণ অনেক সময় এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হয় না।

২৬ এপ্রিল রাতে, ধর্ষণের শিকার লামিয়ার মৃত্যুর পর সারজিস আলম এই মন্তব্য করেছেন। তিনি হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি আরও বলেন, সমাজে উন্মুক্তভাবে শাস্তি কার্যকর না হলে এ ধরনের ঘটনা থামানো সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, আগে এসিড নিক্ষেপের ঘটনা ঘটত কিন্তু মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করার পর এসিড নিক্ষেপের ঘটনা অনেক কমে গিয়েছিল।

সারজিস আলম বলেছেন, ধর্ষকদের জন্য এমন শাস্তি হওয়া উচিত, যাতে তারা সমাজে প্রকাশ্যে অপরাধ করার সাহস না পায়। তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া চালু করতে হবে যাতে ভবিষ্যতে লামিয়া বা আছিয়ার মতো ঘটনা আর না ঘটে।

তিনি আসামিদের জামিনের বিষয়েও কথা বলেছেন। সারজিস আলম জানিয়েছেন, যারা ধর্ষণের মতো ভয়াবহ অপরাধে জড়িত, তাদের জামিন দেওয়া উচিত নয়। তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যারা এই নরপশুদের জামিনের জন্য আদালতে হাজির হন, তারা নিজের বিবেক হারিয়ে ফেলেছেন।

এনসিপি নেতা বলেন, নরপশুদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা উচিত, যাতে ভবিষ্যতে এমন ঘটনা ঘটতে না পারে।