নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ‘যখন যে সরকার ক্ষমতায় এসেছে ফারাক্কা ইস্যু এড়িয়ে গেছে, এবার সমস্যা সমাধানের দাবিতে ফারাক্কা অভিমুখে আবারও লংমার্চ হবে।’
সোমবার (২৮ এপ্রিল) সকালে তোপখানার একটি মিলনায়তনে অনুষ্ঠিত ‘ফারাক্কা এবং সীমান্ত সমস্যা সমাধানে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সেই লংমার্চে ‘র’-এর এজেন্টদের তালিকা প্রকাশ ও বিচার চাইবে নতুন ধারা। এতে মওলানা ভাসানীর সেই লংমার্চের মতো সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত হবে।’
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর থেকে সীমান্ত হত্যা, মাদক চোরাচালান এবং পানি হিস্যা সমস্যায় কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে; অথচ কোনো সরকারই সঠিক পদক্ষেপ নেয়নি; এমনকি বর্তমান সরকারও নেয়নি; যা কেবল ক্ষমতায় থাকার প্রত্যয়কেই প্রমাণ করে।’
সভায় আরও বক্তব্য দেন, দলটির প্রেসিডিয়াম মেম্বার রাজ্জাক সিকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নবারুণ দাশ, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ।
আপনার মতামত লিখুন :