ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

জাতীয় নির্বাচন ইস্যুতে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক আজ

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৬:৫৪ এএম
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসবে বিএনপির একটি প্রতিনিধিদল। 

বৈঠকটি সকাল ৯টায় নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, নির্বাচন নিয়ে আলোচনা এবং কিছু গুরুত্বপূর্ণ দাবিদাওয়া পেশ করতেই বিএনপির এই বৈঠক আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে বিএনপি একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং নির্বাচন ব্যবস্থায় সবার আস্থা ফিরিয়ে আনার বিষয়ে সিইসির কাছে দাবি উত্থাপন করবে।

বিএনপি মনে করছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বিষয়গুলো আলোচনার কেন্দ্রে থাকবে বলে জানা গেছে।

এদিকে, আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলায় গণসংযোগ করবেন। দুপুর ২টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি বিভিন্ন ইউনিয়নে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, গণসংযোগকালে মির্জা ফখরুল স্থানীয় জনগণের সমস্যা শুনবেন এবং আসন্ন নির্বাচনের বিষয়ে দলের অবস্থান তুলে ধরবেন।