ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সকল প্রস্তুতি শেষ হয়েছে। মেডিকেল বোর্ডের ৭ জন চিকিৎসকসহ সফরসঙ্গীদের ভিসা প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে, লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে ৮ নভেম্বর তাঁকে লন্ডনে নেওয়া হবে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনের হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। লন্ডনের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, যুক্তরাষ্ট্র বা জার্মানির মাল্টি ডিসিপ্লিনারি হেলথ সেন্টারে লিভার প্রতিস্থাপনও হতে পারে।
৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা, আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন এবং রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আপনার মতামত লিখুন :