ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

নির্বাচনেই সংকট সমাধানের আশা: মির্জা ফখরুল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০২:৩৯ পিএম

নির্বাচনেই সংকট সমাধানের আশা: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সঠিক পথে নির্বাচনের মাধ্যমে দেশের সংকট সমাধান সম্ভব। তিনি জানান, ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, তবে এসব প্রচেষ্টা সফল হবে না। জাতীয় স্বার্থে সবাইকে নিয়ে রাষ্ট্র গঠনের আহ্বান জানান তিনি।

শনিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা ফখরুল।

তিনি বলেন, "হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। নির্বাচনই সংকট সমাধানের একমাত্র উপায়। জাতীয় ঐক্যের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করতে হবে।"

এদিকে, এবি পার্টির কাউন্সিলে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। মজিবুর রহমান মঞ্জুকে চেয়ারম্যান এবং আসাদুজ্জামান ফুয়াদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মির্জা ফখরুলের বক্তব্যে জাতীয় সরকারের ধারণা এবং সবার সহযোগিতার আহ্বান রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!