বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

সরকার এক কঠিন সময়ে এসে উপনীত হয়েছে: মান্না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৫:৩৩ পিএম

সরকার এক কঠিন সময়ে এসে উপনীত হয়েছে: মান্না

ছবি- রূপালী বাংলাদেশ

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তী সরকার এক কঠিন সময়ে এসে উপনীত হয়েছে। এ সরকার পরাজিত হলে আমরাও পরাজিত।  

শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র সংস্কার ফোরামের আয়োজনে নির্বাচন সংস্কার বিশ্লেষণ শিরোনামে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় জাতীয় পার্টির (রওশন) সাবেক নেতা গোলাম সারোয়ার মিলন, নিরাপদ সড়ক চাই-নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, রাজনৈতিক বিশ্লেষক আমিরুল করিমসহ আরও অনেকে বক্তব্য দেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ছয় মাস পরে এসে অন্তর্বর্তী সরকার ক্রুশিয়াল টাইমে এসে পড়েছে। উনি (প্রধান উপদেষ্টা) দেশের অর্থনীতির অবস্থা ভালো করতে পারেননি। এত বড় অর্থনীতিবিদ! জিনিসের দাম কমাতে পারেন নাই। ইনভেস্টমেন্ট বাড়েনি, ইনকাম রেট বাড়েনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল।

আশঙ্কা প্রকাশ করে মান্না বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানুষ যদি রাস্তায় নামে তবে এ সরকার কি তা থামাতে পারবে? কোনো একটি রাজনৈতিক দল যদি তা সমর্থন করে হরতাল ডাকে তবে তা মোকাবিলা করার জন্য কি পুলিশ নামবে? সরকার তো ভালনারেবল। এরকম সরকার দিয়ে তো দীর্ঘদিন ভালো শাসন চালাতে পারবেন না। যখন তখন সেটা ভেঙে যেতে পারে।

তবে অন্তর্বর্তী সরকারকে সমর্থন যুগিয়ে যাওয়ার যৌক্তিকতায় মান্না বলেন, আমরা সরকারের সমালোচনা করি কিন্তু কাঠগড়ায় তুলি না। আমরা জানি এ সরকার পরাজিত হলে আমরাও পরাজিত হবো।
 

রূপালী বাংলাদেশ

Link copied!