সোমবার, ৩১ মার্চ, ২০২৫

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মানবে না বিএনপি: জয়নুল আবদিন ফারুক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০১:৪৩ পিএম

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মানবে না বিএনপি: জয়নুল আবদিন ফারুক

বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করলে তা মেনে নেবে না বিএনপি। তিনি শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজনে একটি নাগরিক সমাবেশে এই মন্তব্য করেন।

সমাবেশে ফারুক আরও বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের সমর্থন করলেও নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের ষড়যন্ত্র সহ্য করবে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এখনো ছাত্র আন্দোলনে গুলি চালানো পুলিশ সদস্যদের গ্রেপ্তার করেনি। এছাড়া, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব পালনে ব্যর্থ হতে দেখতে চায় না।

এসময় তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বর্তমানে নিত্যপণ্যের দাম বাড়ানোর জন্য ষড়যন্ত্র চলছে। বিএনপি নেতা আরও বলেন, যখন জনগণের সরকার ক্ষমতায় আসবে, তখন দ্রব্যমূল্যের সিন্ডিকেটগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা হবে।

ফারুকের বক্তব্য ছিল যে, জনগণের সরকার প্রতিষ্ঠা হলে দেশে মানুষের জীবনের মৌলিক প্রয়োজনগুলো নিশ্চিত করা হবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!